
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, ঢাকা এর সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থা, সাতক্ষীরা এর বাস্তবায়নে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৩/০৩/২০১৮ ইং তারিখ রোজ মোঙ্গল বার সকাল ১১:০০ ঘটিকায় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বিজ্ঞান মেলায় সভাপতির আসন গ্রহন করেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানীত প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলী । উক্ত বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক নয়ন চন্দ্র সানা, সহ অন্যান্য শিক্ষক বৃন্দ,। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন যে, সমায়ের প্রয়োজনে আমাদেরকে বিজ্ঞান চর্চা করতে হবে,বিজ্ঞান চর্চা ছাড়া আমরা কখনো উন্নতি সাধন করতে পারবনা। সুতরাং আমাদের সকলকে বিজ্ঞান মনস্ক হতে হবে। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করে নিজেদের তৈরী বিভিন্ন প্রকল্প যেমন জলাবদ্ধতার নিরোশন, ভাসমান চাষাবাদ,ভেষজ উদ্ধিভিদের গুনাগুন হাওয়ার সাহায্যে চলন্ত গাড়ি,বিমানের মডেল, ইত্যাদি সহ মোট ২৮ টি প্রকল্প প্রদর্শন করে। বিচারক ম-লীদের সার্বিক বিবেচনায় ভেষজ উদ্ধিভিদের গুনাগুন প্রদর্শন করে সাগোরিকা মন্ডল প্রথম নির্বাচিত হয়। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও মেলার পাশাপাশি সকল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
আলোচনান্তে বেশীরভাগ শিক্ষার্থী বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হবে বলে আগ্রহ প্রকাশ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অগ্রগতি সংস্থার সহকারী প্রকল্প সমন্বয়কারী ধনঞ্জয় পরমান্য।
প্রেস বিজ্ঞপ্তি