
অনলাইন ডেস্ক ::
অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে অটিজম শিশুদের সুরক্ষায় তাদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় শেখ হাসিনা বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি তাদের বাবা-মায়ের আরও সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে বাবা-মা তাদের সন্তানের এই সমস্যার কথা সামাজিকতার ভয়ে স্বীকার করতে চান না। যার ফলে সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে পরবর্তীতে সেই শিশুটির অবস্থা আরও খারাপ পর্যায়ে চলে যায়।