
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ও ল স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা এড. এস এম হায়দার এর সাথে ল স্টুডেন্টস ফোরামের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় অধ্যক্ষের চেম্বরে অনুষ্ঠিত সভার শুরুতে ল স্টুডেন্টস ফোরামের সভাপতি নাজমুল হক ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ল কলেজের প্রভাষক এড. মুনির উদ্দীন, ফোরামের সহ সভাপতি মারুফা আক্তার, ফোরামের সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজু, যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান তুহিন, নুরুন্নবী খান, বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার মুন্নি, সহ দপ্তর সম্পাদক রোজিনা খাতুন, অর্থ সম্পাদক মো. নূর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলুর রহমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক নাছিরা সুলতানা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জি এম সালাহউদ্দীন, আইন বিষয়ক সম্পাদক জেমন অপূর্ব সরকার, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ইয়াছিন, জান্নাতুন নাহার, সানিয়া আক্তার, শিক্ষার্থী মনোয়ারা পারভীন প্রমুখ।
সভায় শীত বস্ত্র বিতরণ, অন্তঃকক্ষ ক্রিড়া প্রতিযেগিতা আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার লেখা বই তার পতœী তাসলিমা খাতুন উপহার দেন।