
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক এমএ ফারুক জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে তিনি জানান, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বাছাই কমিটি তাঁকে জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচন করেন। উল্লেখ্য, অধ্যাপক এমএ ফারুক কলারোয়া উপজেলায় ১৪ টি প্রাথমিক বিদ্যালয়, ১০ টি মাধ্যমিক বিদ্যালয়, ৪ টি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু মহিলা কলেজসহ ৪টি কলেজ স্থাপন করেছেন। তিনি কলারোয়া উপজেলার শিক্ষার সার্বিক মান উন্নয়নে প্রয়াস অব্যাহত রেখে চলেছেন। তিনি সাবেক গণপরিষদ সদস্য-এমসিএ প্রয়াত মমতাজ আহমেদের বড় ছেলে।