
পলাম কর্মকার ::
সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে সদ্য অবসর প্রাপ্ত বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাঃ এ এইচ এস এম কামরুজ্জামান গত ১৬ অক্টোবর আমেরিকান কলেজ অফ সার্জনস থেকে সর্বোচ্চ এফএসিএস ডিগ্রী অর্জন করেছেন। তিনি ইতোপূর্বে রয়েল কলেজ অফ সার্জনস গ্লাসগো থেকে এফআরসিএস ডিগ্রী অর্জন করেছিলেন। তার এই কৃতিত্বপূর্ণ গৌরবজ্জ্বল ডিগ্রী অর্জনের জন্য পরম করুণাময়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও সকলের দোয়া কামনা করেছেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পিতা মরহুম শেখ মুনসুর আলী ও মাতা মরহুমা আছিয়া খাতুনের এর পুত্র ডাঃ কামরুজ্জামান সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ এর চাচা। বর্তমানে খুলনাতে অবস্থানরত মানবিক সেবা প্রদানকারী এই চিকিৎসক তার নিজ এলাকার উন্নয়ন, আত্ম মানবতার সেবা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।