
আব্দুর রহিম :
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাষ্টার্স পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রতীকি অনশন ও স্বারক লিপি প্রদান। মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে প্রধান মন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নবম-দশম সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ মোতাবেক অনার্স-মাষ্টার্স শিক্ষকদের জনবল কাঠামো পরিবর্তন করে দ্রƒত এম.পি.ও ভুক্তির দাবীতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাষ্টার্স জেলা কমিটি এ কর্মসূচী পালন করেছে। এ সময় প্রতিকী অনশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাষ্টার্স জেলা কমিটির সভাপতি আমিমুল এহসান। এছাড়া বক্তব্য রাখেন সহ-সভাপতি মইনুল ইসলাম, সাধারন সম্পাদক শাহিনা আক্তার, সহ-সম্পাদক ফিরোজ কবির মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল্লাহ, দপ্তর সম্পাদক ফেরদৌসী আারা, সহ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুর রফিক, আশরাফুল ইসলাম, মারজিয়া ফাতিমা, সৈয়াদা সুলতানা লিমা, নিলীফা ইয়াছমিন, নজরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বহমান রাখার লক্ষ্যে জাতিয় বিশ্ববিদ্যালয় অধীভুক্ত অনার্স-মাষ্টার্স শেনীতে ১৯৯৩ সাল হতে দীর্ঘ ২৪ বছর ধরে পাঠদান রত বঞ্চিত শিক্ষকদের এম.পিও ভুক্ত করার দাবী জানান। প্রতিকী অনশন পরবর্তী জেলা প্রশাসকের কার্যালয়ে এম.পি.ও ভুক্তির দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারক লিপি পেশ করেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাষ্টার্স পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।