অপেক্ষার জয় টাইগারদের


494 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
অপেক্ষার জয় টাইগারদের
মার্চ ১০, ২০১৮ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
শ্রীলংকার বিপক্ষে জিততে হলে রেকর্ড করতে হতো টাইগারদের। এর আগের সবোর্চ্চ ১৯৩ রান অতিক্রম করে ২১৫ রান করতে হতো টাইগারদের। সেই রেকর্ড করেই জিতলো টাইগাররা। ম্যাচের কোন অবস্থাতেই হারের শঙ্কা জাগাতে পারেনি লঙ্কানরা। সাব্বির রহমানের আউটে যা একটু বুকে দুরুদুরু ভাব উঠেছিল তাও দূর করে দিয়েছেন মুশফিকুর রহিম। ফিরেছেন ম্যাচ জিতিয়ে।

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিংয়ে দারুণ শুরু করে টাইগাররা। লিটন ১৯ বলে ৪৩ রানে ফিরে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। তারপরে ব্যাটে আসা সৌম্য সরকারও দেখে শুনে শুরু করেছিলেন। তামিম-সৌম্যে রানা চাকা সচল রাখেন। লিটনের পরে দ্রুত রান তুলতে থাকা তামিম ইকবাল ২৯ বলে ৪৭ করে ব্যাটে থিসারার বলে আউন হন।

তামিম আউট হবার পরের গল্পটা মুশফিকের। তিনি ৪০ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। ১৪.২ ওভারে ১৫১ রানে সৌম্য সরকার ফিরেছেন ২২ বলে ২৪ রান করে ফিরে যান। এরপর ১৯৩ ও ১৯৭ রানে ১১ বলে ২০ ও ২ বলে কোন রান না করেই সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। কিন্তু মুশফিককে ফেরাতে পারেননি লঙ্কান বোলাররা। ২ বল বাকি থাকতে ৪ উইকেটেরজয় নিশ্চিত করেন টাইগাররা।