
পলাশ কর্মকার ::
জনতা ও সাংবাদিকদের তোপের মুখে ক্ষমা চাইলেন কপিলমুনির বহু আলোচিত তপন পাল ওরফে বিড়ি তপন ওরফে জামাই তপন । শুধু ক্ষমা প্রার্থনা নয়, নিজের ফেইসবুকে লেখা একটি বিতর্কিত স্টাটাসও ডিলিট করলেন তিনি। এর আগে কপিলমুনি ভূমি অফিসের নায়েব জাকির হোসেন গত ৯ সেপ্টেম্বর কপোতাক্ষ নদের ওপারে গভীর রাতে জনৈকা গৃহবধুর ঘরে প্রবেশ করলে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
গ্রামবাসীর অভিযোগ, নায়েব জাকির অবৈধ সম্পর্কের জের ধরে ওই বাড়িতে গভীর রাতে প্রায় যাওয়া আসা করে আসছিল। গ্রামের পরিবেশ বিনষ্ট হওয়ায় গ্রামবাসীদের নায়েবের প্রতি ক্ষোভ জন্মায়, এ কারণে নায়েবকে হাতেনাতে ধরার চেষ্টা করলেও গ্রামবাসী ব্যর্থ হন বলে জানান। এদিকে এঘটনা স্থানীয় বিভিন্ন প্রিন্টিং ও অনলাইন পত্রিকার খবর প্রকাশিত হলে নায়েব জাকিরের অন্যতম দোসর বিড়ি ব্যবসায়ী তপন পাল ওরফে বিড়ি তপন অরফে জামাই তপন তার নিজের ফেইসবুকে নায়েবের পক্ষে নির্লজ্জ চাটুকারিতায় ভরা একটি মিথ্যা ভিত্তিহীন ও সাংঘর্ষিক স্টাটাস লেখে। এতে স্থানীয় জনতা ও সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে রবিবার দুপুরে কপিলমুনি কাঁকড়া পট্টিতে তার এই স্টাটাসের প্রতিবাদ করলে তিনি ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত কিছু লিখবেন না বলে উপস্থিত শত শত জনতার সামনে অঙ্গিকার করেন। এমনকি ওই বিতর্কিত স্টাটাসটি ডিলিট করে জনতার রোষানল থেকে রেহাই পান তিনি।
##