
বিশেষ প্রতিনিধি:
তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত শিউলি খাতুন (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। সোমবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিউলি সদর উপজেলার কাশেমপুর গ্রামের বাসিন্দা। সে ল স্টুডেন্টস ফোরামের যুগ্ম সম্পাদক তুহিনুর রহমানের মাতা।
সূত্র জানায়, শুক্রবার বিকেলে ভ্যানযোগে যাওয়ার সময় ওরনা ভ্যানে উড়না পেচিয়ে রাস্তায় পড়ে যায়। এতে তার মাথায় রক্ত জমাট বাধে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসাপতালে ভর্তি করে। পরে গাজী মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে অপারেশন করা হলে সোমবার সকালে শিউলি খাতুনের মৃত্যু হয়।