অবৈধ ব্যবসা: মালয়েশিয়ায় ২৮ বাংলাদেশি গ্রেফতার


450 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
অবৈধ ব্যবসা: মালয়েশিয়ায় ২৮ বাংলাদেশি গ্রেফতার
মার্চ ১০, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
অবৈধভাবে আবাসন ব্যবসা পরিচালনার অভিযোগে ২৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন দফতর।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে একটি অভিজাত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন।

মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলী বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত বেআইনি ব্যবসার খবরের সূত্র ধরে সেখানে অভিযান চালানো হয়। একই দিন বিকেল ৩টা থেকে অভিযুক্তদের নজরদারির মধ্যে রাখা হয়েছিল।

তিনি বলেন, অভিযুক্তরা দীর্ঘ মেয়াদে ২০টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে ব্যবসা করছিল। নগদ অর্থে তারা সব লেনদেন করতেন। এছাড়া গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছে ভ্রমণের বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি।

অভিযানকালে ২৯ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়েছে বলেও জানান মুস্তাফার আলী।