
স্টাফ রিপোর্টার :
অমর একুশে বইমেলায় তরুণ কবি ও কথাসাহিত্যিক মালেক মুস্তাকিমের দুটি বই পাওয়া যাচ্ছে। বই দুটির মধ্যে রয়েছে একটি উপন্যাস- “দেয়ালমুখী” ও অন্যটি কবিতা গ্রন্থ-‘বিষন্নতাবিরোধী চুম্বনগুলি”।
নিঃসঙ্গ এক যুবকের সীমাবদ্ধতার দেয়াল অতিক্রম করবার পথে গাঢ় অন্ধকারে ডুব দিয়ে জীবনের গভীরতর সৌন্দর্য্য কুড়াবার গল্প নিয়ে গড়ে উঠেছে দেয়ালমুখী উপন্যাসের শরীর। শব্দের ভাঁজে ভাঁজে পাঠক খুঁজে পাবে অন্ধকারে ঘুরপাক খেতে খেতে তার নিজস্ব সত্ত্বার সম্মিলিত দহন। অন্যদিকে প্রেম-বিরহ, বিষন্নতা এবং যাপিত জীবনের অন্তরালে ক্ষয়িঞ্চু মুহুর্তগুলোর অন্তর্বেদনা “বিষন্নতাবিরোধী চুম্বনগুলি” কাব্যগ্রন্থটিতে ফুটে উঠেছে। বই দুটি মেলায় এনেছে বাংলাবাজারের খ্যাতনামা সৃজনশীল প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মেলায় অনিন্দ্য প্রকাশের ২৯৩-২৯৬ নং স্টলে পাওয়া যাচ্ছে বই দুটি। বই দুটি বেশ পাঠক প্রিয়তা অর্জন করেছে বলে অনিন্দ্য প্রকাশের সত্ত্বাধিকারী আফজাল হোসেন জানিয়েছেন।