অশ্রুসিক্ত নয়নে আখেরী মোনাযাতের মধ্য দিয়ে শেষ হল নলতার ওরছ শরীফ


626 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
অশ্রুসিক্ত নয়নে আখেরী মোনাযাতের মধ্য দিয়ে শেষ হল নলতার ওরছ শরীফ
ফেব্রুয়ারি ১০, ২০১৬ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সোহরাব হোসেন সবুজ, নলতা:
বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ছুফি সাধক, শ্রেষ্ঠ শিক্ষা সংস্কারক, বিভ্রান্ত জাতির পথপ্রদর্শক, সাতক্ষীরার মাটি ও মানুষের আত্মা, আলোকস্তম্ভ- সুলতানুল আওলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ শাহছুফি আলহাজ্ব হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ)-এর ৫২ তম বার্ষিক ওরছ শরীফ বুধবার বেলা ১১ টায় লাখো ভক্তবৃন্দের উপস্থিতিতে অশ্রুসিক্ত নয়নে আখেরী মোনাযাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। নলতা শরীফে অবস্থিত পীরকেবলার পাক রওজা শরীফে এবং মাঠ প্রাঙ্গনে সকাল থেকেই এ মোনাযাতের জন্য বিপুলসংখ্যাক ভক্তবৃন্দের সমাগম ঘটে। আখেরী মোনাযাতের আগে পীরকেবলার জীবনীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং কেয়াম-দরুদ পড়া হয়। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব সেলিমউল্লা’র সভাপতিত্বে ও উপস্থাপনায় গুরুত্বপূর্ন আলোচনা করেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, অতিঃ পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, কালিগঞ্জ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, সহকারি পুলিশ সুপার মীর মনির হোসেন, ড. গোলাম মইনুদ্দিন, ড.কাজী আলী আযম, মাওলানা আবু সাঈদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন পীরকেবলার একান্ত সেবক, ভক্তবৃন্দের সেবক, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্ব মৌ. আনছারউদ্দীন আহমেদ, শিক্ষক আবু সাঈদ, মিশনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্থান থেকে আগত মেহমানবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মোনাযাত পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আবু সাঈদ। দোয়া মোনাযাত শেষে ভক্তবৃন্দ পীরকেবলার মাজার শরীফ জিয়ারত করেন ও বিদায়ের সময় সকলের হাতে পবিত্র তাবারুক তুলে দেওয়া হয়।###