
সাতক্ষীরার ধুলিহর গ্রামের মেয়ে এক সময়ের জনপ্রিয় যাত্রার নায়িকা শংকরী হাজারী বর্তমান বিভিন্ন রোগ নিয়ে বিছানায় মৃত্যুর প্রহর গুনছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। এই খবর পেয়ে শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাতক্ষীরার কৃতি সন্তান নাট্যনির্মাতা জি.এম সৈকত শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে এই অসুস্থ শিল্পীর চিকিৎসার দায়িত্ব নেন।
গতকাল সাতক্ষীরা জেলার শিল্পী ঐক্যজোট ও মেডিকেল টিম ডাঃ সালাম খান অসুস্থ এই শিল্পীর বাড়িতে যান এবং বিনামূল্যে চিকিৎসা দেয়া শুরু করেন।
শংকরী হাজারী বলেন, আমি খুবই অসুস্থ।চিকিৎসা করার মত টাকা আমার নেই।শিল্পী ঐক্যজোটের জি.এম সৈকত ও ডাঃ সালাম খান আমার পাশে এসে দাড়িয়েছেন।আমার এই দুরাবস্থায় আমি জেলা প্রশাসক মহোদয় সহ সমাজের সকল গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি।(প্রেস বিজ্ঞপ্তি)
##