
সাতক্ষীরার শিল্পী ঐক্যজোটের সদস্য অসুস্থ যাত্রাশিল্পী শংকরী হাজারীকে অনুদান প্রদান করেছেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল নুর।শংকরী হাজারী এক সময়ের যাত্রার জনপ্রিয় নায়িকা ছিলেন।
শংকরী হাজারী বলেন,আমার এই বিপদের সময় আমাকে সহযোগীতার জন্য সজল স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আর জি.এম সৈকত আমার ছোট ভাইয়ের মত পাশে দাঁড়িয়ে আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছে।
শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জি.এম সৈকত, মাননীয় জেলা প্রসাশক আবুল কাশেম, মোঃ মহিউদ্দীন ও সদর উপজেলা নির্বাহী অফিসার সজল নুর স্যারকে সংগঠনের পক্ষ থেকে অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।(প্রেস বিজ্ঞপ্তি)
##