
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
তিনি রেলমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।
অসীম বলেন, রোববার দুপুরে সৈয়দ আশরাফ টেলিফোনে মুজিবুল হকের সঙ্গে কথা বলেন।
ঈদের আগে অসুস্থ হয়ে পড়লে শনিবার ভোররাতে মুজিবুল হককে সিঙ্গাপুরে নেওয়া হয়।
৬৮ বছর বয়সী এই রাজনীতিক আলসার, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের চিকিৎসা নিচ্ছেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।
ঈদের দুদিন আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লায় নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী। আলসারের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে স্থানীয় হাসপাতালে তাকে এক ব্যাগ রক্তও দেওয়া হয়েছিল।
রাতেই সেখান থেকে মন্ত্রীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে একদিন রাখার পর সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় অসুস্থ মুজিবুল হকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, “রেলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রচুর পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েছেন মন্ত্রী। উনি চিকিৎসাধীন আছেন। আপনারা উনার জন্য দোয়া করবেন।”
মুজিবুল হকের সঙ্গে তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা এবং মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদারও সিঙ্গাপুরে গেছেন।