
সুমন মূখার্জী ::
সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা গাজীর হাটের যাত্রা শিল্পী মমতা ব্যানার্জী অসুস্থ ও বেকার জীবনের জন্য ভীক্ষা করে জীবন পার করছিলেন। এই খবর পেয়ে সাতক্ষীরার কৃতি সন্তান,শিল্পী ঐক্যজোটের সাধারন সম্পাদক,মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত জোটের সভাপতি ডি.এ তায়েবের নির্দেশনায় এই শিল্পীর পাশে গিয়ে দাঁড়ান।ইতি মধ্যে সৈকতের আবেদনে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি ও উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ শিল্পীর পাশে দাঁড়িয়েছেন।সৈকত বলেন,একজন শিল্পী ভিক্ষা করবে এটা শিল্পী সমাজের জন্য লজ্জাকর বিষয়।আমরা চেষ্টা করছি এই গুনি শিল্পীকে যেন আর ভিক্ষা করতে না হয়। আমরা মমতা ব্যানার্জীর আবেদন নিয়ে প্রধানমন্ত্রীর শরনাপন্ন হচ্ছি। শিল্পী বান্ধব প্রধানমন্ত্রী ইতি মধ্যে আমাদের মাধ্যমে সাতক্ষীরার যাত্রা শিল্পী শংকরী হাজারীকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আশা করি মমতা ব্যানার্জীর পাশেও দাঁড়াবেন।