সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচনে জটিল সমীকরণ !


603 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচনে জটিল সমীকরণ !
মার্চ ২৪, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

নাজমুল হক ::
জমে উঠেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে জেলার আইনজীবীদের মধ্যে নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছে। জেলা আইনজীবী সমিতির ২৫ মার্চের নির্বাচনে ১১ টি পদের মধ্যে কোষাধ্যক্ষ ও মাহিলা বিষয়ক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ২ জন বিজয়ী হয়েছে। বাকী ৯টি পদে ২১জন আইনজীবী নির্বাচনে অংশ গ্রহণ করছে। এবারের নির্বাচনে সভাপতি পদে সরকার দলীয় কোন প্রার্থী না থাকলেও বিএনপিপন্থী ৩ আইনজীবী অংশ নিচ্ছে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রার্থীরা ভোটাদের খুসি করতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সূত্র জানায়, সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. আব্দুল মজিদ(২), জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. আবুল হোসেন (২) এবং কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সাত্তার (১) নির্বাচনে অংশ গ্রহণ করছে। উক্ত পদে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় লড়াই হচ্ছে মূলত বিএনপি’র প্রার্থীদের মধ্যেই। নির্বাচনে ৩ জনই শক্তিশালী প্রার্থী দাবী করে প্রচারণা অব্যাহত রেখেছে। তবে জেলা বিএনপি সমার্থন দিয়েছেন এড. আব্দুল মজিদকেই।
অন্যদিকে, সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ গ্রহণ করছে জাতীয় পার্টির প্রার্থী শেখ মিজানুর রহমান ও গোলাম মোস্তফা (২)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছে দুদকের পিপি এড. মোস্তাফা আসাদুজ্জামান দিলু, আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাতক্ষীরা ল কলেজের সিনিয়র প্রভাষক এড. রেজওয়ান উল্লাহ সবুজ, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. তোজাম্মেল হোসেন তোজাম এবং আশাশুনি থানা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক এড. মোস্তফা জামান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান ও লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মুস্তাফিজুর রহমান (শাহ নওয়াজ) অংশ নিচ্ছে। কোষাধ্যক্ষ পদে এড. মোঃ জহুরুল হক বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। সহ সম্পাদক লাইব্রেরী পদে নির্বাচনে অংশ নিচ্ছে এড. আব্দুর রাজ্জাক (৩) ও আ. ক. সামসুদ্দোহা খোকন। সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতিক) পদে নির্বাচনে অংশ নিচ্ছে এড. মো. আকবর আলী ও স. ম মমতাজুর রহমান মামন। সহ-সম্পাদিকা মহিলা বিষয়ক পদে এড. ফেরদৌসী সুলতানা লতা বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন। নির্বাহী সদস্যের ৩ পদে নির্বাচনে অংশ নিচ্ছেন এড. এ কে এম তৌহিদুর রহমান শাহীন, এড. রফিকুল ইসলাম রফিক, এড. শিহাব মাসুদ সাচ্চু, এড. সাইদুজ্জামান জিকো, এড. সাহেদুজ্জামান সাহেদ এবং এড. হাবিব ফেরদৌস শিমুল।
সূত্র আরো জানায়, ২৫ মার্চের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নিঘর্ূূম প্রচারণা চলছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জটিল হিসাব সমীকরণে আছে প্রার্থীরা। তবে এ থেকে পিছিয়ে নেই ভোটারও। তারাও ১ বছরের এই নির্বাচনে প্রার্থীদের নিকট থেকে বিভিন্ন প্রতিশ্রুতির পাশাপাশি সুবিধা আদায়ের চেস্টা করছেন। প্রসঙ্গত, বর্তমান কমিটির সভাপতি এড. শাহ আলম নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করলেও তিনি প্রত্যাহার করে নেন। আর সাধারণ সম্পাদক এড. ওসমাণ গণি নির্বাচনে অংশ গ্রহণ করেন নি। তবে সমিতির প্রভাবশালী সদস্যরা কার দিকে সমার্থন দিচ্ছে তা নিয়েও জল্পনা-কল্পনা। আর নির্বাচনের প্রভাব সেই বিষয়েও পড়তে পারে বলে একাধিক নির্বাচন সংশ্লিস্ট সূত্র জানান।