
মালয়েশিয়া প্রতিনিধি ::
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসীদের দ্রুত সেবা দেওয়ার জন্য আওয়ামী লীগ সব সময় কাজ করে যাচ্ছে, বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ায় অবস্থিত bangladesh high commission পরিদর্শন করেন, এছাড়া দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বাংলাদেশি প্রভার সঙ্গে আলাপ করেন, প্রবাসীরা তাদের সমস্যার কথা বলেন এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী মন দিয়ে এগুলো সমাধানের জন্য হাইকমিশনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন, এ সময় বাংলাদেশ হাইকমিশনার
মোঃ শহীদুল ইসলাম, পাসপোর্ট অধিদপ্তরের ডাইরেক্টর জেনারেল মো: মাসুদ রেজওয়ান পি এফসি, ডেপুটি হাইকমিশনার, ডিফেন্স উইং মো. হুমায়ুন কবির, লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, মিনিষ্টার রইছ হাসান সারোয়ার, , প্রথম সচিব শ্রম মো: হেদায়েতুল ইসলাম মন্ডল
সহ দূতাবাসের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় যারা এসেছেন তাদের কিছু মেধার অভাব আছে। এই অভাব থাকার কারনে সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। যারা সঠিক তথ্য উপস্থাপন করতে পারবেন তারাই পাসপোর্ট পাবেন এবং যারা তথ্য গোপন রাখবেন তাদের পাসপোর্ট কখনই পাবেননা। কারন এখন আর হাতের লেখা পাসপোর্ট নয়। সম্পূর্ণ ডিজিটাল পাসপোর্ট । তথ্য গোপন করলেই পাসপোর্ট পেতে সমস্যা হবে। এর আগে হাইকমিশন ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশ হাইকমিশনের কর্ম তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী.
স্বরাষ্ট্রমন্ত্রীর এই সময়ে প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকেই নিজ নিজ কর্মস্থলে সুনামের সহিত কাজ করবেন এবং বাংলাদেশের মান আরও উজ্জ্বল করবেন এ বিশ্বাস আমি রাখি, আওয়ামী লীগ সরকার সব সময়ই প্রবাসীদের উন্নয়নে বিশ্বাসী এবং আগামীতেও প্রবাসীদের কল্যাণে আরো অনেক পদক্ষেপ নেয়া হবে,