‘আগামী বসন্তের আগেই বর্তমান সরকার বিদায় নেবে’


485 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
‘আগামী বসন্তের আগেই বর্তমান সরকার বিদায় নেবে’
জুলাই ৩, ২০১৫ জাতীয়
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডেস্ক :
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, হাসিনার সরকার আগামী বসন্তের আগেই বিদায় নেবে। অগণতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে আমরা শেখ হাসিনার রাজনৈতিক পতন চাই।

শান্তির দাবিতে অবস্থান কর্মসূচীর ১৫৮ তম দিনে আজ (শুক্রবার) বিকেলে সখিপুর উপজেলার জিতাশ্বরী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রক্ত ঝরিয়ে দেশ জন্ম দিয়েছিলাম বলেই দেশের যখন ক্ষতি হয়, তখন আমাদের বুকে লাগে, স্থির হয়ে ঘরে বসে থাকতে পারি না। দেশের মানুষের যখন নিরাপত্তা থাকে না, নারীর সম্ভ্রম যখন লুণ্ঠিত হয় তখন মনে হয় এমন দেশের জন্য যুদ্ধ করিনি।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, সখিপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম, দুলাল মাস্টার প্রমুখ।