
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির এক সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, অর্থ-সম্পাদক ফারুক মাহবুবুর রহমান, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অসীম বরণ চক্রবর্তী, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী জামালউদ্দিন মামুন, মো. আসাদুজ্জামান, মো. রবিউল ইসলাম ও মোশাররফ হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৪ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভা, স্মরণিকা প্রকাশ, ২২ আগস্ট প্রেসক্লাবের উদ্যোগে ক্যন্সার ক্যাম্প পরিচালনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।