
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় অনুষ্ঠিত ১ম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলার ধারনকৃত অংশ নিয়ে বিশেষ ক্রিয়া প্রতিবেদন আজ সোমবার বিকাল ৪ টায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় সম্প্রচার করা হবে।
প্রতিবেদনে সাতক্ষীরার ফুটবলের অতিত ঐতিহ্যসহ বিভিন্ন দিক তুলে ধরা হবে। ক্রিড়া প্রতিবেদনটি আজ রাত ২ টা ১০ মিনিটের সময় পুনসম্প্রচারিত হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম খানসহ জেলার ক্রিড়া সংগঠকদের বক্তব্য থাকবে ওই ক্রিড়া প্রতিবেদনে।
বিকাল ৪ টায় এটিএন বাংলার ক্রিড়া প্রতিবেদনটি দেখার জন্য সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম খান।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ১ম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা টাউন স্পেটিং ক্লাব ও সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সবুজ সংঘ এই ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে। খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ চ্যাম্পিয়ন হয়।