
স্টাফ রিপোর্টার :
আজ ২৩ জানুয়ারী খুদে কণ্ঠশিল্পী সায়ন্তনী সরকারের জম্মদিন। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার একটি চাইনিজ রেষ্টুরেন্টে জাঁগজমক অনুষ্ঠানে কেক কেটে ও বেলুন ফাঁটিয়ে পালন করা হয় সায়ন্তনী সরকারের শুভ জম্মদিন।
জাতীয় শিশু প্রতিযোগিতায় আজ ছিল জেলা পর্যায়ের প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় “ক” বিভাগে দেশেত্ববোধক গানে প্রথম স্থান অধিকার করেছে সায়ন্তনী সরকার। অত্যন্ত প্রতিভাবান সায়ন্তনী সরকার সাতক্ষীরার খ্যাতিমান ডাক্তার জয়ন্ত সরকার ও ডা: সুদেষ্ণা সরকারের মেয়ে। সে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী।
তার এই জম্মদিনে সায়ন্তনী সরকারের সহপাঠি ও বন্ধুরা কেক কেটে নেচে গেয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে।