
এস, কে, সিরাজ শ্যামনগর :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিদ্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্রের ৪৪তম জন্মদিনে সাতক্ষীরা-৪ এর শ্যামনগর-কালিগঞ্জ (আংশিক) এর সংসদ সদস্য জগলুল হায়দারের হাতে লেখা সরচিত কবিতা ও বিশেষ পুরস্কার তুলে দেন আগামী দিনের এদেশের কর্ণধর সজীব ওয়াজেদ জয়ের হাতে। সোমবার বিকাল ৩টায় গণভবনে ৪৪তম জন্মদিনে স্বরচিত কবিতাটি তুলে দেওয়ার সময় এমপি জগলুল হায়দারকে উদ্দেশ্যে করে সজীব ওয়াজেদ জয় বলেন, এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন।