
স্টাফ রিপোর্টার :
২৮ এপ্রিল পুস্পিতা চক্রবর্তী অর্পার জম্মদিন।
ঠিক নয় বছর আগে এই দিনে দেশের খ্যাতনামা এক সঙ্গিত দম্পতির ঘরে জম্ম নিয়েছিল, সেদিন পৃথিবীর আলোয় আলোকিত হয়েছিল অর্পা। তার জম্মদিনে শুভ কামনা, শুভহোক জম্মদিন।অর্জিত হোক দিগান্তভরা সাফল্য।
পুস্পিতা চক্রবর্তী অর্পার গর্বিত পিতা দেশের বরেণ্য সঙ্গিত পরিচালক, চট্রোগ্রামের তমলমুন্সিরহাট গ্রামের টিটো চক্রবর্তী, আর মা দেশের সঙ্গিত জগতের আর এক উজ্জল নক্ষত্র সন্ধ্যাকণ্ঠি চৈতালি মুখার্জী।
২৮ এপ্রিল সন্ধ্যায় আশাশুনি উপজেলার বাউশুলি মাঠে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পুস্পিতা চক্রবর্তী অর্পাকে এক গুচ্ছ ফুল দিয়ে জম্মদিনের শুভেচ্ছা জানান এলাকার বিশিষ্ট সমাজসেবক, বুধহাটা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক ও ছাত্রলীগ নেতা সোহাগ । এ সময় হাজার হাজার দর্শক অর্পাকে করতালি দিয়ে ও হাত নেড়ে শুভেচ্ছা জানায়। মুহুত্বের মধ্যে মুখোরিত হয়ে ওঠে গোটা চত্বর। আর আনন্দে আপ্লুত হয়ে ওঠে অর্পা।
অর্পার শুভ জম্মদিনে সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন তার গর্বিত বাবা-মা।