‘আজ পূরবীর দিন’ নাটকে বীরাঙ্গনা চরিত্রে অপর্ণা


541 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
‘আজ পূরবীর দিন’ নাটকে বীরাঙ্গনা চরিত্রে অপর্ণা
মার্চ ২৬, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট পর্দার তরুণ নির্মাতা মাহমুদ দিদার নির্মাণ করেছেন নাটক ‘আজ পূরবীর দিন’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজা রচিত নাটকটিতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছে অপর্ণা ঘোষ।

নাটকটি প্রসঙ্গে মাহমুদ দিদার বলেন, ‘নাটকটির গল্পে দেশপ্রেম, বিষাদ মায়া আছে। শোক আর আক্ষেপ আছে। এতে বীরাঙ্গনাদের বেদনা অনুভব করা যেতে পারে! দারুণ ভিজ্যুয়াল করার চেষ্টা করেছি। আশা করছি, দর্শকের ভালো লাগবেই।’

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে-যুদ্ধ পরবর্তী সময়ে পূরবীর আশ্রয় হয়েছিল পূণর্বাসন কেন্দ্রে। যুদ্ধকালীন সময়ে লাঞ্ছিত, নির্যাতিত নারীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনা খেতাব দিয়েছিলেন। রাষ্ট্র পূরবীকেও মহান এই উপাধী দিয়েছিল কিন্তু সমাজ? পূরবীর পরিবার মনে করত তাকে ঘরে ফেরত নিলে সমাজে মুখ দেখানো যাবে না। আর সুভাষ, যাকে পূরবী পাগলের মতো ভালোবেসেছিল, সেও মুখ ফিরিয়ে নিলো?

সর্বশেষ তার মতো অনেক মানুষের সঙ্গে ইউরোপের একটি দেশে পারি জমিয়েছিল পূরবী। অনেক দিন পর পূরবী আবার ফিরে আসে নিজ দেশে। অথচ আজ দিনগুলো কী বিষন্ন? পূরবী তার ছোটবেলার বাড়িটার সামনে এসে দাঁড়ায়। আপন মানুষগুলো সেদিন কেন তাকে দূরে ঠেলে দিয়েছিল? এমন অনেক প্রশ্ন নিয়েই এগিয়েছে নাটকটির গল্প।’

নাটকটির পূরবী চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, রিমি করিম, এটিএম রাসেল, মনির হোসেন, রবিন প্রমুখ।

সোমবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে বিশেষ এ নাটকটি প্রচারিত হবে।