
অনলাইন ডেস্ক ::
রাজধানীর আদাবরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপ চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
শনিবার সকালে উত্তর আদাবরের সুনিবিড়ি হাউজিংয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে যুবলীগের একটি অনুষ্ঠান ছিল। একটি পিকআপে করে কয়েকজন হাউজিংয়ে লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় সবাই ছোটাছুটি করে। তখন পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়ে এক কিশোর। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদাবর থানার ওসি কাউসার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা সতর্কভাবে পরিস্থিতির ওপর নজর রাখছি।