আদালতে সাংবাদিক শামসুজ্জামান


84 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আদালতে সাংবাদিক শামসুজ্জামান
মার্চ ৩০, ২০২৩ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মো. শহিদুল্লাহ।

এদিকে শামসুজজামানকে আদালতে উঠানোর পর তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী দুই মামলায় জামিন চেয়েছেন।

এর আগে, গতকাল ভোর ৪টায় সাভারের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় শামসুজ্জামানকে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩২ মিনিটে তেজগাঁও থানায় শামসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া। এটি রাত সোয়া ২টায় মামলা হিসেবে রুজু হয়।