
স্টাফ রিপোর্টার :
“ডিজিটাল কাষ্টমস, প্রগ্রেসিভ ইনগেজমেন্ট” শীর্ষক এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তজার্তিক কাষ্টমস দিবস-২০১৬ উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা বন্দরে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোমরা শুল্ক ষ্টেশনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে খুলনা বিভাগীয় কাষ্টমসের যুগ্ন কমিশনার মীর্জা শহিদুজ্জামানের সভাপতিত্বে কাষ্টমস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোমরা সিএন্ডএফ এ্যসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার শরিফ আল আমিন, ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ প্রমুখ।