
স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা: মো: সহিদুর রহমান আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগদিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চিকিৎসকদের নিয়ে ওই বৈজ্ঞানিক সম্মেলন।
সাতক্ষীরার কৃতি সন্তান অধ্যাপক ডা: মো: সহিদুর রহমান ভয়েস অব সাতক্ষীরা ডটকমেকে জানান, আন্তর্জাতিক ওই বৈজ্ঞানিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা অংশ নেবেন। তিনি ওই সম্মেলনে ‘ল্যাপারোসকোপিক পদ্ধতিতে পিত্ত পাথর চিকিৎসায় জটিলতা ও তার সুষ্টু চিকিৎসা ব্যবস্থাপনা’ এর উপর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
চার দিনব্যাপী এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বিশ্বের খ্যাতিমান চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণামূলক বিভিন্ন প্রবন্ধ নিয়ে আলোচনা হবে।
অধ্যাপক ডা: মো: সহিদুর রহমান সম্মেলন শেষে আগামী ৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানাগেছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।