
স্টাফ রিপোর্টার :
অমর ২১শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে শিশুদের চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারী রবিবার প্রভাত ফেরী শেষে সকাল ১০টায় সাতক্ষীরা উত্তর কাটিয়া অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গনে শিশুদের অংশ গ্রহণে উক্ত চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। অমর ২১শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাটিয়া অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মন্ডল, সহকারী শিক্ষক নাসির উদ্দীন, নুরুজ্জামান, উম্মে হাবিবাসহ অবিভাবকবৃন্দ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় শিশুদের শহীদ মিনার অংকন এবং উপস্থিত বক্তৃতার বিষয় ভাষা শহীদ।