
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
আব্দুল লতিফ সিদ্দিকী। গত ২৯ জুন জামিনে মুক্তির পর বেরিয়ে আসছেন (ফাইল ছবি)
নির্বাচন কমিশনের তলবের নোটিস আপিল বিভাগেও স্থগিত না হওয়ায় সংসদ সদস্য পদ থাকবে কি-না, সে প্রশ্নে ইসির শুনানিতে যেতে হচ্ছে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে।
আপিলে গেছেন লতিফ, শুনানি সেই রোববার
প্রধান বিচারপতি এস কে সিনাহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ রোববার লতিফের আবেদন শুনে ‘নো অর্ডার’ দেয়। ফলে এ বিষয়ে লতিফের রিট আবেদন খারিজ করে দেওয়া হাই কোর্টের আদেশই বহাল থাকে।
আপিল বিভাগের আদেশের পর লতিফের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আমরা নির্বাচন কমিশনের নোটিসের কার্যকারিতা স্থগিত চেয়েছিলাম আপিল বিভাগ তাতে ‘নো অর্ডার’ দিয়েছে। আমরা এখন নির্বাচন কমিশনে যাচ্ছি।”—সুত্র:-বিডিনিউজ