
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ।
সাদ উদ্দিনের একমাত্র গোলে প্রথমবারের মত সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে আফগানিস্তানকে।
খেলার শুরু থেকেই দাপট ছিল বাংলাদেশের। কিন্তু গোলের দেখাটাই কেবল পাওয়া হচ্ছিল না। এমন হতাশার মধ্যেই খেলার ৩৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় আফগানিস্তান।
আফগানিস্তান অবশ্য পেনাল্টিটি কাজে লাগাতে পারেনি। পোস্টের ওপর দিয়ে মেরে নষ্ট করা এই সুযোগটির পরই অন্য এক বাংলাদেশকে দেখে আফগানরা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আফগানিস্তানকে রীতিমতো চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের ৫৪ মিনিটে বহু আরাধ্য গোলটিও আদায় করে নেয় সৈয়দ গোলাম জিলানির ছেলেরা। সাদ উদ্দিনের পা থেকে আসা গোলটিও ছিল দারুণ।
পরে ম্যাচের ফিরে আসার প্রাণপণ চেষ্টা চালায় আফগান কিশোররা। বাংলাদেশও কম যায় না। বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন জিলানীর শিষ্যরা।
শ্রীলঙ্কা ও প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। আর মালদ্বীপের বিপক্ষে জিতে গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে ঠাঁই করে নিয়েছিল আফগানিস্তান।–সুত্র সমকাল