আফগানিস্তানে জাতিসংঘ মিশনের মেয়াদ বৃদ্ধি হচ্ছে


440 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের মেয়াদ বৃদ্ধি হচ্ছে
মার্চ ৯, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
আফগানিস্তানে জাতিসংঘ সহযোগিতা মিশনের (ইউএনএএমএ) মেয়াদ আরও এক বছর (২০১৯ সালের ১৭ মার্চ পর্যন্ত) বাড়ানোর একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। খবর সিনহুয়ার।

খবরে বলা হয়, ২০১৮ সালের পার্লামেন্ট ও ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনসহ আফগানিস্তান সরকারকে সার্বিক সহযোগিতার জন্য ইউএনএএমএ’র মেয়াদ নবায়ন করা হলো।

এ প্রস্তাবে নারী ও কন্যা শিশুদের অধিকার অর্জনের প্রচেষ্টা চালানোর জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। এটা নিশ্চিত করতে হবে যে যৌন ও লিঙ্গ ভিত্তিক নির্যাতনসহ সহিংসতা ও অপব্যবহার থেকে নারী ও কন্যা শিশুরা সুরক্ষিত।

এ প্রস্তাবে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।