আমেরিকান কর্ণার খুলনা এর উদ্যেগে আন্তর্জার্তিক নারী দিবস পালিত


450 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আমেরিকান কর্ণার খুলনা এর উদ্যেগে আন্তর্জার্তিক নারী দিবস পালিত
মার্চ ৮, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলাজিতে অবস্থিত আমেরিকান কর্ণার খুলনা ও নারী ও শিশু বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সকালে নগরীর হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়, র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক এর কার্যলয় গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসাবে র‌্যালীটি উদ্বোধন করেন জনাব আলহাজ্ব মিজানুর রহমান এমপি খুলনা :২ সে সময় তিনি বলেন, নারী- পুরুষের সমন্নিত প্রচেষ্টায় আজ বিশ্ব এগিয়ে যাচ্ছে। এ ছাড়া নারী দিবসের এমন একটি অনুষ্ঠানের আয়োজক ও অংশ গ্রহন কারীদের ধন্যবাদ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো: মাহবুবুর রহমান মুন্সি সহকারী পরিচালক এনইউবিটি খুলনা, আমেরিকান কর্ণার খুলনার কো-অডিনেটর ফারজানা রহমান, সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এ ছাড়াও বিভিন্ন ২৫টির অধিক বিভিন্ন স্বেচ্ছা সেবী মহিলা সংস্থা , বেসরকারী সংগঠন সহ নগরীর বিভিন্ন স্কুল, কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ গ্রহন করেন।