
ভেয়স অব সাতক্ষীরা ডটকম :
ভারতের সিনেমাহলগুলোতে এখনও শোনা যাচ্ছে ‘বাজরাঙ্গি ভাইজান’এর গর্জন। মুক্তির তিন সপ্তাহের মধ্যে ‘ধুম থ্রি’র রেকর্ড ভেঙ্গে সিনেমাটি আয় করে ফেলেছে ২৯৭ কোটি ৬১ লাখ রুপি।
ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘বাজরাঙ্গি ভাইজান’ এখন সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমার তালিকায় আছে দ্বিতীয় অবস্থানে, আমির খানের ‘পিকে’র ঠিক পেছনেই।
বরাবরের মত সালমান ভক্তদের এই সুখবর দিতে টুইটারে হাজির হয়েছেন বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ। তিনি জানান, বাইরের দেশগুলোতে বাড়ছে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর আয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, ভারতের বাইরে সিনেমাটির আয় ১৫০ কোটি ছাড়িয়েছে।
‘এক থা টাইগার’ খ্যাত পরিচালক কবির খানের নির্দেশনায় এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি, কারিনা কাপুর খান এবং হারশালি মালহোত্রা।