
ভয়েস অব সাতক্ষীরা ডেস্ক :
অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ কামরুল হাসান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী কয়েক দিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণ চলবে।
“বুধবারের দিকে বৃষ্টি খানিকটা কমে আসতে পারে,” ঈদের পরদিন বলেছেন তিনি, যখন সাধারণত পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে চলে ঘোরাঘুরি।
তবে এবার অবিরাম বর্ষণে অন্যান্য ঈদের মতো রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় দেখা যায়নি।
রোববার ঢাকায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী কয়েকদিন সারা দেশেই বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদ কামরুল জানান।
স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে যাওয়া মানুষ সোমবার থেকেই ঢাকা ফিরতে শুরু করবেন।
তবে বাতাসের জোর বেশি না হওয়ায় ভ্রমণে তেমন সমস্যা হবে না বলে মনে করছেন কামরুল হাসান।