
অনলাইন ডেস্ক ::
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট চাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হলে ডিজিটাল বাংলাদেশ আরো উন্নত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশের মাটিতে দুর্নীতিবাজ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই।
প্রধানমন্ত্রী বলেন, সমগ্র চট্টগ্রাম জুড়ে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে। চট্টগ্রামের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া।