
গোপাল কুমার, আশাশুনি :
আশাশুনিতে অতিদরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নয়ন প্রচেষ্টার উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা হলরুমে ২৩ জন দরিদ্র ছাত্র-ছাত্রীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে ছাত্র-ছাত্রীদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ মমতাজ বেগম। চেক বিতরণ অনুষ্ঠানে কাদাকাটি ব্র্যাঞ্চ ম্যানেজার প্রনব কুমার মন্ডল (মানব) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার কো-অডিনেটর এএসএম মুজিবুর রহমান, সংযোগ সমন্বয়কারী মহিবুল্লাহ, আইজিএআই মোঃ গিয়াস উদ্দীন, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, দীপংকর ঘোষ, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ সহ উন্নয়ন প্রচেষ্টায় কর্মরত সকল নেতৃবৃন্দ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্মসুচী সহায়ক তহবিল ও উন্নয়ন প্রচেষ্টা, তালার অর্থায়নে উপজেলার কাদাকাটি ইউপির ১২জন, বড়দল ইউপির ০৪ জন ও খাজরা ইউপির ০৭ জন মোট ২৩জন ছাত্র-ছাত্রীকে প্রত্যেকে ১৮ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ছাত্রী সুরাইয়া পারভীন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন ছাত্রী প্রিয়াঙ্কা মন্ডল। অনুষ্ঠানে অভিভাবদের মধ্যে অভিমত ব্যক্ত করেন প্রসাদ মন্ডল, একান্ত সানা, আকলিমা খাতুন ও ছাত্র-ছাত্রীদের মধ্যে মানছুরা খাতুন, সুফল সরকার সুজিত দাশ প্রমুখ।