আশাশুনিতে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ-২০২৩ উদ্বোধন


151 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ-২০২৩ উদ্বোধন
মে ১৬, ২০২৩ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এসকে হাসান ::

‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) আশাশুনি এল এস ডিতে সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) দিপারানী সরকার। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা সঞ্জয়ূ কুমার ঘোষ, ওসিএলএসডি (আশাশুনি) উত্তম কুমার দত্ত। খাদ্য গোডাউনে এবছর ৪৪ টাকা কেজি দরে ১৫৪ মেঃটন চাউল ও ৩০ টাকা কেজি দরে ৬৪৪ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্দ্ধারন করা হয়েছে। ৩ জন মিলারের কাছ থেকে চাউল ক্রয় করা হবে এবং কৃষি অফিস থেকে প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদিত কৃষক তালিকায় থাকা কৃষকরা প্রত্যেকে ৩ মে.টন করে ধান দিতে পারবে। উদ্বোধনী দিনে কুল্যার কৃষক ইয়াকুব আলী ৩ মে.টন ধান প্রদান করেন এবং বাহাদুরপুরে অবস্থিত মেসার্স মা রাইচ মিল এর স্বত্ত¡াধিকারী আছাদুল্লাহ চাউল প্রদান করেন।