
এস,কে হাসান ::
গতকাল বুধবার আশাশুনিতে ঠিক দুপুর ১২টায় একই সঙ্গে, একযোগে শিশুরা এক মিনিট ধরে ঘন্টা বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করে। আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সকল শিশুর অংশ গ্রহনে এ কর্মসূচি পালন করা হয়।
“We ring the bell” নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও অ-প্রতিবন্ধী শিশুরা ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা, ঢোল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসনে আওয়াজ তুলে প্রতীকী এ কর্মসূচী পালন করেছে। একই সময়ে আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী “We ring the bell” নামক এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে। এ বছর “We ring the bell” এর মূল বার্তা হল: ” আমরা চাই প্রতিবন্ধীসহ সকল শিশু বিদ্যালয়ে আসুক”। লিলিয়েন ফ-স এর অর্থায়নে ডিআরআর এর সহযোগিতায় আইডিয়াল এ কর্মসূচি বাস্তবায়ন করে। এসময় উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, মৎস্য অফিসার সেলিম সুলতান, আরডিও বিশ^জিৎ ঘোষ, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার ও আইডিয়ালের পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।