
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা সভাপতি এ বি এম মোস্তাকিমের পক্ষে নির্বাচন কমিশনকে অভিনন্দন জ্ঞাপন করে আনন্দ মিছিল ও পথ সভা করা হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি সদরে এ কর্মসূচি পালন করা হয়।
প্রথমে জনতা ব্যাংকের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনতা ব্যাংক চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও যুবলীগ নেতা এম এম সাহেব আলির সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আ’লীগ সদস্য আহছান উল্লাহ আছু, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, তরুনলীগ সাবেক সভাপতি ওমর ছাকি পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইন, সরকারি কলেজ ছাত্রলীগ সেক্রেটারী তানভীর রহমান রাজ, যুবলীগ নেতা এজদান আলি, রিপন, বুধহাটা ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোঃ হাতেম আলি প্রমুখ। বক্তাগণ জাতীয় সংসদ নির্বাচনে তফসীল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং উপজেলা আ’লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম দলীয় মনোনয়নপত্র ক্রয় করায় তাকে মনোনয় দেওয়ার জন্য দোয়া ও আশীর্বাদ জ্ঞাপন করেন।