
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামে খাস জমির উপর অবৈধভাবে পাকা ঘর নির্মান কাজ বন্ধ করা হয়েছে। রবিবার বিকালে বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ বারী নির্মান কাজ বন্দ করে দেন।
আগরদাড়ী মৌজায় ১ নং খাস খতিয়ানে ৮৪৬ ও ৮৪৭ দাগে প্রায় ৯০ শতক জমিতে পাকিস্থান আমল থেকে বাজার বসতো। বাজারটি “কচুয়ার বাজার” নামে পরিচিত ছিল। ঐ জমিতে আগরদাড়ী গ্রামের মৃত মোবারক সরদারের পুত্র জাকির সরদার শুক্রবার একটি পাকা ঘর নির্মানের কাজ করছিলেন। বিষটি উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনকে অবহিত করা হলে, তিনি স্থানীয় ভুমি কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ভুমি কর্মকর্তা তৎক্ষনাৎ অবৈধ ঘর ভেঙ্গে নেয়ার জন্য বললেও তারা নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ করতে থাকে। রবিবার বিকালে ভূমি কর্মকর্তা আব্দুল বারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মানাধীন ঘর ভেঙ্গে দেন। উক্ত জমিতে ইতিমধ্যে মৃত রহমান সরদারের পুত্র শামছুদ্দিন, মৃত গয়জুদ্দিন সরদারের পুত্র আয়ুব খান, মাজেদ ঢালীর পুত্র মিজানুর বসতঘর বেধেছেন এবং ওবায়দুল ইসলাম দোকান ঘর বসিয়েছে। দোকানের সাথে একটি ক্লাব ঘর রয়েছে। ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আব্দুল বারী জানান, ইউএও স্যারের নির্দেশে তাদের বারবার বলার পরও তারা নির্দেশ অমান্য করায় আমাদের লোক দিয়ে সেটি ভেঙ্গে দেয়া হয়েছে। পুর্বে নির্মানকৃত ঘরমালিকদেরকে তাদের কাগজপত্র থাকলে অফিসে আনতে বলা হয়েছে। কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন জানান, সরকারি জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মানের খবর পেয়ে আমি স্থানীয় নায়েবকে ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।
##