আশাশুনিতে ইয়াবা ব্যবসায়ী আটক


454 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে ইয়াবা ব্যবসায়ী আটক
এপ্রিল ২, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গোপাল কুমার মন্ডল ::
আশাশুনিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। গতকাল রাতে এসআই বিশ্বজিত অধিকারী ও এএসআই কামরুল গোপন সংবাদের ভিত্তিতে শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে অভিযান চালান। অভিযানে মৃত ছলেমান গাজীর পূত্র মোস্তফা গাজী (৪৪) কে আটক করা হয়। তার দেহ তল্লাসী করে ২১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে ০১(৪)১৮ নং মামলা রুজু করে গতকাল তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
##