আশাশুনিতে উপজেলা পরিষদ ও আইন শৃংখলা মাসিক সভা


436 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে উপজেলা পরিষদ ও আইন শৃংখলা মাসিক সভা
ফেব্রুয়ারি ২৯, ২০১৬ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গোপাল কুমার, আশাশুনি ব্যুরো :
আশাশুনি উপজেলা পরিষদ ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান মফিজুল হক, জমির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রজেক্টের কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপরদিকে, সোমবার ইউএনও অফিসে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শামিউর রহমান, মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, পঃপঃ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নির্বাচন অফিসার শরিফুল ইসলাম, পিআইও সেলিম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, এসআই আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা, আচরণবিধি রক্ষা করা সহ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।