
গোপাল কুমার, আশাশুনি :
সাতক্ষীরার আশাশুনিতে একই সাথে ৩ সন্তান প্রসব করেছেন তাহমিনা খাতুন নামের এক গৃহবধু। মা ও নব-জাতকেরা সুস্থ রয়েছে। ২২ জুলাই ভোর ৪ টার দিকে তিনি একে একে তিন সন্তানের মা হয়েছেন।
জানাগেছে, আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী তহমিনা খাতুন (৩০) গর্ভ ধারন করার পর থেকে কোনদিন এ্যালট্রাসনোগ্রাম বা কোন ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন না। বিধায় তিনি সন্তান প্রসবের আগে জানতেন না তার গর্ভে ৩টি সন্তান রয়েছে। ২১ জুলাই সন্ধ্যায় তহমিনার প্রসব যন্ত্রনা শুরু হলে তাকে স্থানীয় চিসিৎসকের সহযোগিতা নিয়ে রাতেই এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৪ টার দিকে তহমিনা একে একে ৩টি কন্যা সন্তান প্রসব করেন। নবজতকদের বাড়িতে আনা হয়েছে। মা ও নবজাতকরা ভাল আছে। পূর্বে তহমিনার ৬ বছর বয়েসের আরও একটি পুত্র সন্তান রয়েছে। নবজাতকদের দেখতে মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছে।