আশাশুনিতে এক বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার


378 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে এক বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার
মার্চ ২২, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গোপাল কুমার মন্ডল, আশাশুনি ::
আশাশুনিতে সাজা প্রাপ্ত এক আসামী কে গ্রেফতার করেছে থানা পুলিশ । গতকাল রাতে এএসআই জহরুল ইসলাম ও আসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে আনুলিয়া ইউয়িননে বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেন। অভিযানে জি আর ১৫৭/০৯ নং মামলা ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানার আসামী গড়ালী গ্রামের হাসেম গাজীর পুত্র ছলেমান গাজী গ্রেফতার হয়। তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
##