আশাশুনিতে এমপি রুহুল হকের সাইনবোর্ড টানিয়ে জমি দখল !


627 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে এমপি রুহুল হকের সাইনবোর্ড টানিয়ে জমি দখল !
মার্চ ৩১, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরার আশাশুনিতে মামলা চলমান অবস্থায় সংসদ সদস্যের অগোচরে রেকডীয় সম্পত্তির উপর মুক্তিযোদ্ধা চত্বর ও আ,ফ,ম রুহুল হক পাঠাগারের সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আশাশুনি উপজেলার বকচর গ্রামের আব্দুর রউফ এর ছেলে মোঃ আব্দুল হাকিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৮ সালে আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া মৌজার এসএ ২৯৪ খতিয়ানের সবেক ১১০০ ও হাল ২৫৮১ এবং ২৫৮০ দাগে মোট ৬৭ শতক জমির মধ্যে আমি নিজে ২৮ শতক ও লাঙ্গলদাড়িয়া গ্রামের মতিন মল্লিকের ছেলে মহিউদ্দিন ২৫ শতক জমি লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত অব্বাস আলীর স্ত্রী ও মেয়েদের কাছ থেকে ক্রয় করি। উক্ত সম্পত্তিতে ভোগ দখলে থাকা অবস্থায় বিগত ২০০০ সালে সরকার উক্ত জমি ডিসিআর প্রদান করেন। এঘটনায় আমার আদালতে মামলা দায়ের করলে আদালত আমাদের পক্ষে রায় দেন। পরে সরকার উচ্চ আদালতে আপিল করলেও নিম্ম আদালতের আদেশ বহাল রেখে রায় দেন। এর ফলে উক্ত সম্পত্তি পুনরায় আমাদের দখলে চলে আসে এবং আমরা সেখানে বাড়িঘর নির্মাণ করে ভোগদখল করতে থাকি। এদিকে ২০১৬ সালে মাড়িয়ালা গ্রামের আমির হোসেন জোয়াদ্দারের ছেলে শামীমুজ্জামান পলাশ ও একই গ্রামের বারি মোড়লের ছেলে আব্দুল কালাম সরকারকে ভূল বুঝিয়ে উক্ত সম্পত্তি অবৈধভাবে ডিসিআর গ্রহণ করে। এঘটনায় আমরা এডিএম কোর্টে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করি। উক্ত মামলা চলমান থাকা অবস্থায় আইনের তোয়াক্কা না করে শামীমুজ্জামান ও আব্দুল কালাম ওই সম্পত্তি দখলের জন্য কয়েক দিন আগে আমার (হাকিম) ঘরবাড়ি ভাংচুর করে এবং গত ২৯ মার্চ সকালে জমিতে অবৈধভাবে প্রবেশ করে মহিউদ্দিনের ৬টি ঘরের মধ্যে দু’টি ঘর ভাংচুর করে।
তিনি অভিযোগ করে বলেন, উক্ত শামীমুজ্জামান ও আব্দুল কালাম আইন আদালতের তোয়াক্কা না করে এমপি’র অগোচরে আমার রেকডীয় সম্পত্তিতে মুক্তিযোদ্ধা চত্বর ও আ,ফ,ম রুহুল হক পাঠাগারের সাইনবোর্ড টানিয়ে গত ২৯ মার্চ কৌশলে আ,ফ,ম রুহুল হক এমপিকে দিয়ে উদ্বোধন করিয়ে নেন। এঘটনায় আমরা চরমভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। তিনি দখলদার শামীমুজ্জামান ও আব্দুল কালামের কাছ থেকে তাদের রেকডীয় সম্পত্তি রক্ষার জন্য সাইনবোর্ড অপসারণের দাবিতে আ,ফ,ম রুহুল হক এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তেক্ষেপ কামনা করেন।
##