আশাশুনিতে এসসিএস কর্মীদের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ


416 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে এসসিএস কর্মীদের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ
মার্চ ১৫, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গোপাল কুমার ::
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ১৮ জন এসসিএস কর্মীর মাঝে লভ্যাংশের টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ টাকা বিতরণ করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রকৌশল অধিদপ্তর আশাশুনি কোষ্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইন ফ্রাস্ট্রাকচার শীর্ষক (সিসিআরআইপি) প্রকল্পের আওতায় দরগাহপুর ইউনিয়নের কালাবাগী বাজার উন্নয়নে এসসিএস কর্মীদেও দিয়ে কাজ করিয়েছিল। লভ্যাংশ বাবদ ১৮ জন কর্মীকে ২ লক্ষ ৩০ হাজার ৮৪৫ টাকা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টাকা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এলজিইডি সাতক্ষীরার মনিটরিং অফিসার এস এম শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, আলমগীর আলম লিটন, আঃ আলীম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
##