
গোপাল কুমার মন্ডল ::
হত দরিদ্র পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমে আশাশুনি ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে উন্নত জাতের হাঁস বিতরন করা হয়েছে। বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অফিসে উপজেলার তিন ইউনিয়নের ৫০ জন পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামুল্যে ৯ টি করে উন্নত জাতের হাঁস বিতরন করা হয়। হাঁস বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফ্ারা তাসনীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, এপিসি টেকনিক্যাল কো-অরডিনেটর নজির আহমেদ, ফাইন্যান্স কর্মকর্তা রনি মন্ডল, ইনহেল্ডার প্রোজেক্টের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার, প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, জুনিয়ার প্রোগ্রাম অফিসার মৌসুমি মজুমদার প্রমুখ। উল্লেখ্য, আশাশুনি ইউনিয়নে ৩০ জন, বড়দল ইউনিয়নে ১৫ জন এবং কুল্যা ইউনিয়নে ৫ জন মোট ৫০ টি পরিবারের মাঝে ৯ টি করে মোট ৪৫০ টি হাঁস বিতরন করা হয়।