
এস কে হসান ::
ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করার অভিযোগে সাতক্ষীরার আশাশুনির জয় মন্ডল ওরফে জয়ন্ত মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলাটি করেছে।
বুধবার ভোরে আশাশুনি উপজেলার বুধহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়ন্ত মন্ডল বুধহাটা গ্রামের ভবানী চরন মন্ডলের ছেলে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, জয়ন্ত মন্ডলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে প্রাথমিক তদন্তে প্রমানিত হয়। এর পর মঙ্গলবার আশাশুনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এই মামলায় বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানার এস আই পিজুসকান্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে তিনি জানান।